ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগমারার ১৫ হাজার নারী পেলেন ঈদের শাড়ি

প্রকাশিত: ০২:৩৪, ২১ মে ২০১৯

বাগমারার ১৫ হাজার নারী পেলেন ঈদের শাড়ি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আসছে ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজশাহীর বাগমারা উপজেলার ১৫ হাজার নারীর মধ্যে ‘ঈদ উপহার’ স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করেছেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। মঙ্গলবার সকাল ৯ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড় হতে থাকেন উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজ প্রাঙ্গণে। এমপি এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই আনন্দিত হয়ে উঠেন। শাড়ি বিতরণের উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া। এ সময় বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার একাউন্ট সোহরাব হোসেন, রেজাউল করিম, আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
×