ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ৬ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও ২ ইউনিয়নকে স্পিডবোট প্রদান

প্রকাশিত: ০৩:১০, ২১ মে ২০১৯

নরসিংদীতে ৬ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও ২ ইউনিয়নকে স্পিডবোট প্রদান

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ জেলার ৬ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও ২ ইউনিয়ন পরিষদকে স্পিডবোট প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সদর উপজেলার পাঁচদোনা, শীলমান্দী, পাইকারচর, শিবপুর উপজেলার আইয়ুবপুর, পুটিয়া ও মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নে অ্যাম্বুলেন্স এবং সদর উপজেলার চর এলাকা আলোকবালী ও রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে অ্যাম্বুলেন্স ও স্পিডবোটের চাবি হস্তান্তর করেন। জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলাকে মডেল জেলা হিসেবে রূপান্তরিত করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও স্পিডবোট প্রদান করে হাসপাতালে রোগী আনা নেয়ার ব্যবস্থা করা হবে। অস্বচ্ছল, মুক্তিযোদ্ধা ও গরিব মুক্তিযোদ্ধা হৃদরোগীরা অল্প খরচে হাসপাতালে রোগী আনা নেয়া করতে পারবে। পরে জেলার ৭১ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
×