ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানবেন না প্রাবোও

প্রকাশিত: ০৩:৩১, ২১ মে ২০১৯

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানবেন না প্রাবোও

অনলাইন ডেস্ক ॥ ভোটে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে অভিযোগ তুলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন না বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোও সুবিয়ান্তো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ভোররাতে দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। তারা জানায়, ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোও ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণার পর রেজাল্ট শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেন নির্বাচন কমিশনে উপস্থিত প্রাবোওর প্রচারণা টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি। “অবিচার, প্রতারণা, মিথ্যা ও গণতন্ত্রের বিরুদ্ধে এসব পদক্ষেপের মুখেও হাল ছাড়ছি না আমরা,” তখন বলেছিলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে প্রাবোও জানান, ‘জনগণের ম্যান্ডেট ও জব্দ করে নেওয়া সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সংবিধান মেনে আইনি পদক্ষেপ’ নিবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে আপত্তি জানিয়ে সাবেক এই জেনারেল সাংবিধানিক আদালতের শরাণপন্ন হতে পারেন বলে এর আগে জানিয়েছিলেন তার প্রচারণা টিমের আইনি কর্মকর্তা সুফমি দাসকো আহমদ। নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে ফলাফল চ্যালেঞ্জ করে সাংবিধানিক আদালতে অভিযোগ করার সুযোগ আছে পরাজিত প্রার্থীর। কোনো অভিযোগ করা না হলে নির্বাচনী প্যানেল আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে। এর আগে ২০১৪ সালেও প্রাবোও উয়িদোদোর কাছে পরাজিত হয়ে সাংবিধানিক আদালতের শরাণপন্ন হয়েছিলেন, কিন্তু তার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছিল। চূড়ান্ত গণনার আগে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগ করে রাস্তায় রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন প্রাবোও। কিন্তু প্রমাণ না থাকার সোমবার নির্বাচন কমিশন ‘পদ্ধতিগত প্রতারণার’ অভিযোগ বাতিল করে দিয়েছে। প্রচারণার সময় দুপক্ষের মধ্যে তিক্ততার সৃষ্টি হলেও নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। স্বাধীন পর্যবেক্ষকরা ১৭ এপ্রিলের ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল বলে মত দিয়েছেন। সহিংস অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগেই ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণাকে সামনে রেখে রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। কর্তৃপক্ষগুলো সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি উত্তেজনা সামাল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
×