ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে নিজে দাঁড়িয়ে থেকে ধান ক্রয় করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ০৩:৫৯, ২১ মে ২০১৯

নাটোরে নিজে দাঁড়িয়ে থেকে ধান ক্রয় করলেন জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে নিজে দাড়িয়ে থেকে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে এমন ঘোষনা বাস্তবায়ন করতেই আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় গিয়ে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেন তিনি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুসহ জেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কাফুরিয়া এলাকা থেকে সরকার নির্ধারিত প্রতিমণ ১ হাজার ৪০টাকা দরে মোট ১৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রসঙ্গত, এর আগে সোমবার নাটোর সদর উপজেলায় সিন্ডিকেট প্রথা ভেঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে প্রথম দিনে ৩ টন ধান ধান ক্রয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু।
×