ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ২১ মে ২০১৯

আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলায় সরকারীভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা খাদ্যগুদামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীর ইউএনও খালেদা নাছরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, থানার ওসি মোঃ আফজাল হোসেন প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা আয়শা খাতুন জানান, সরকারীভাবে এ বছর আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রান্তিক চাষীদের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মন দরে ২৯১ মেট্টিক টন বোরো ধান ক্রয় করা হবে।
×