ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজেটে করপোরেট কর হার কমানোর দাবি বিআইএ’র

প্রকাশিত: ০৭:০৩, ২১ মে ২০১৯

বাজেটে করপোরেট কর হার কমানোর দাবি বিআইএ’র

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন (২০১৯-২০) বাজেটে করপোরেট কর হার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। উৎপাদনকারী ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের ন্যায় বীমা কোম্পানিরও কর হার ২৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে। এছাড়া বীমা খাতের উন্নয়নে আরও ৮টি দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বিআইএ’র কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, লাইফ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স দেশের আর্থ সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। বিশেষ করে বেকারত্ব নিরসন, বিনিয়োগ, শেয়ার বাজার, সম্পদ পুঞ্জিভূত করন, সরকারী কোষাগারে কর প্রদান এবং অর্থ একত্রীকরনে বিশেষ ভুমিকা পালন করছে। এই শিল্পের ভবিষৎ অনেক উজ্জ্বল। কিন্তু কিছু সমস্যার কারনে আমাদের এ খাতের উন্নয়ন ব্যহত হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন- বিআইএ’র সহ-সভাপতি রুবিনা হামিদ ও মনিরুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, জামাল এ নাসের, নাসির উদ্দিন পাভেল, ফারজানা চৌধুরী, আদিবা সুলতানা প্রমুখ।
×