ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফল থানা পুলিশের ফেসবুক আইডি থেকে চাঁদা দাবি

প্রকাশিত: ০৯:৫৬, ২১ মে ২০১৯

বাউফল থানা পুলিশের ফেসবুক  আইডি থেকে চাঁদা দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল থানা পুলিশের ফেসবুক আইডি Nasir Uddin (নাসির উদ্দিন) নামের এক ফেসবুক ইউজারের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। সাথে ০১৪০০২৬৪২৩৪ একটি রকেট নম্বর দেয়া হয়েছে। ওই নম্বরে খরচসহ ২ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে। এর দুইটি স্কিন শর্ট ওই ফেসবুক ইউজার তার আইডি থেকে পোস্ট করেছেন। বাউফল থানা পুলিশ বাংলায় লেখা এই ফেসবুক আইডির ওয়ালে বরিশাল রেঞ্জের ডিআইজি, পটুয়াখালীর পুলিশ সুপার ও বাউফল থানার সাবেক ওসি মনিরুজ্জামানের ছবি দেয়া আছে। এই আইডি থেকে ইংলিশে বাংলা উচ্চারণে লেখা Emergency 2000 Tk Rocket Korar Kuno Bebosta Ache? Tk Bikel 4 Tay Patiye Dibo ( ইমারজেঞ্জি দুই হাজার টাকা রকেট করার কোন ব্যবস্থা আছে? টাকা ৪টায় পাঠিয়ে দেব। এ ই পোস্টটি দেয়ার পর অনেকেই পুলিশ সম্পকে নেতিবাচক মন্তব্য করেছেন। আবার বিষয়টি নিশ্চিত হতেও অনেকে বলেছেন। এ ব্যপারে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,“ বিষয়টি আমার নজরে এসেছে। ওই ফেসবুক আইডিটি আমরা চালাচ্ছিনা। কে বা কারা চালাচ্ছে। আইডিটি স্টফ করে দেয়া হয়েছে”।
×