ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মসমর্পণ করে জামিন পেলেন কনস্টেবল

প্রকাশিত: ১১:৩৫, ২২ মে ২০১৯

আত্মসমর্পণ করে জামিন পেলেন কনস্টেবল

কোর্ট রিপোর্টার ॥ ধর্ষণের অভিযোগের মামলায় জামিন পেলেন কনস্টেবল তরুণ কান্তি বিশ্বাস। মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জয়শ্রী সমাদ্দার তা মঞ্জুর করেন। আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গাজী মোঃ শাহ আলম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী মোস্তফা কামাল জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর একই ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই এর পরিদর্শক শামীম আহমেদ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তরুণ কান্তি বিশ্বাসকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২০ জানুয়ারি একই বিচারক প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাস বাদিনীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। এরপর আসামি বাদিনীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। একদিন আসামি বাদিনীকে তার স্বামী ঘরে না থাকার সুযোগে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আসামি বাদিনীকে নগ্ন করে বিভিন্ন ভিডিও ধারণ করেন। পরে আসামি ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে ওই নারীকে শারীরিকভাবে মেলামেশা করতে বাধ্য করে।
×