ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের জন্মদিন আজ

প্রকাশিত: ১৩:৪৯, ২২ মে ২০১৯

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের জন্মদিন আজ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ ও সংসদ সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ৯৪তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের ২২ মে এক সম্ভ্রান্ত বাঙালী পরিবারে নূরজাহান মুরশিদের জন্ম। পরবর্তীকালে যিনি নিজেও এক অতি উদার ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির নারী হিসেবে নিজেকে গড়ে তোলেন। আজীবন গণতন্ত্রমনা ও কায়মনোবাক্যে অসাম্প্রদায়িক নূরজাহান মুরশিদ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানে আইয়ুবের সামরিক শাসন বিরোধী রাজনৈতিক অভিযাত্রায়, সংগ্রামে, আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে সমুস্থিত ছিলেন সক্রিয়ভাবে। মুক্তিযুদ্ধকালীন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে যখন ছিল স্বীকৃতির আনুষ্ঠানিক প্রয়োজন, তখন ভারতের লোক ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন, যার ফলে বাংলাদেশের প্রতি ভারতের স্বীকৃতি এবং সর্বাত্মক সহযোগিতা তরান্বিত হয়েছিল। এর জন্য ইয়াহিয়া সরকারের রোষানলে পড়েছিলেন তিনি; তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াফত করে ১৪ বছরের সশ্রম কারাদ- ঘোষণা করে এবং পরবর্তীতে তাঁকে দেখামাত্র গুলি করার নির্দেশ হানাদার বাহিনীকে দেয়া হয়েছিল। -বিজ্ঞপ্তি
×