ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট-অবরোধ কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ১৩:৫৮, ২২ মে ২০১৯

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট-অবরোধ কর্মসূচী স্থগিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে দাবি পূূরণে আশ্বাসের পর খুলনা-যশোর অঞ্চলের নয় রাষ্ট্রায়ত্ত পাটকলের আন্দোলরত শ্রমিকেরা এক সপ্তারের জন্য ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী স্থগিত করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজ বুধবার এক সপ্তাহের মজুরি প্রদান, আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন শ্রমিকদের খাতায় বসানোর শর্তে এক সপ্তাহের জন্য সব কর্মসূচী স্থগিত করেছেন পাটকল শ্রমিক নেতারা। একই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুনরায় শ্রমিকরা কাজে যোগদান করবেন বলে শ্রমিকদের পক্ষে পাটকল শ্রমিকলীগ খুলনা অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন এ ঘোষণা দেন। জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত সভায় খুলনা শ্রম অধিদফতরের যুগ্ম পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, বিজেএমসি খুলনা আঞ্চলিক লিয়াজোঁ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, খুলনাঞ্চলের আহ্বায়ক কিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন, পাটকল সিবিএ- নন সিবিএ ঐক্যপরিষদ নেতা ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দীন ইসলাম, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খালিশপুর জুটমিলের সভাপতি দীন মোহাম্মদ, স্টার মিলের সভাপতি বেলাল হোসেনসহ ৯ পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ ও ৯ পাটকলের প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বিজেএমসি চেয়াারম্যান, পাট মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেন। সভা সূত্রে জানা যায় সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে প্রতিটি পাটকলে শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়টি খাতায় বসানো ও পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব শ্রমিকের মজুরি কমিশন বাস্তবায়ন করা, বৃহস্পতিবার ও রবিবার চার সপ্তাহের মজুরি পরিশোধ করা এবং ঈদের আগেই সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়।
×