ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ১৪:০১, ২২ মে ২০১৯

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ মে ॥ কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদ- ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ওই আসামির নাম শরিফুল ইসলাম। সে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে এবং মুজিবনগর আ¤্রকানন নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে কুষ্টিয়া আসেন। তারা শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগ্নি পরিচয়ে পাশাপাশি দুটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন। পরদিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিকালে শরিফুল ইসলাম ওই শিক্ষিকার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ২০০০ সংশোধনী ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দঃবিঃ ৯ (১)ক(৩০) ধারায় অভিযোগ এনে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামি শরিফুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ-সহ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ প্রদান করে আদালত।
×