ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাকাশে নজরদারি চালাতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ভারত

প্রকাশিত: ২৩:১৫, ২২ মে ২০১৯

মহাকাশে নজরদারি চালাতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ভারত

অনলাইন ডেস্ক ॥ মহাকাশে নজরদারি চালাতে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। বুধবার (২২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-টু বি স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এ অত্যাধুনিক স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন অবস্থাসহ যে কোনও আবহাওয়ায় কাজ করবে। স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে মঙ্গলবার থেকেই কাউন্ট-ডাউন শুরু হয়ে যায়৷ বুধবার ভোর সাড়ে ৫টায় পিএসএলভি সি-৪৬ রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রিস্যাট-২বি স্যাটেলাইট৷ পিএসএলভি সি-৪৬ পৃথিবীর বলয় ছাড়তে সময় নেয় ১৫ মিনিট৷ ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন৷ তার দাবি, 'এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন৷ প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে৷' রিস্যাট-২ স্যাটেলাইট মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে৷ সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট৷ রিস্যাট-২বি হলো ইসরোর ৪৮ তম মিশন। নতুন এই উপগ্রহের ওজন ৬১৫ কিলোগ্রাম৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে আগে মহাকাশ গবেষণায় নতুন এ সাফল্য দেখালো ভারত। ২০০৯ সালে মহাকাশে পিএসএলভি সি-৪৬ এর স্যাটেলাইট রিস্যাট-২ পাঠিয়েছিল ভারত৷ এবার পাঠানো হলো তারই উন্নততর সংস্করণ রিস্যাট-২বি৷ ইসরোর প্রধান কে সিভান জানিয়েছেন, এই উপগ্রহ তার দেশের জন্য খুবই ফলপ্রসূ হবে৷ মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন এটি। এ ক্ষমতা দেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি৷ রিস্যাট-২বি’র সিনথেটিক অ্যাপারচার ২৪ ঘন্টাই মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে সক্ষম৷ এমকি মেঘলা আবহাওয়াতেও এই উপগ্রহ পরিষ্কার ছবি পাঠাতে পারবে৷ পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে বলে আশা করছেন ইসরো কর্মকর্তারা৷ সীমান্তের নজরদারিতেও বিশেষভাবে কাজে আসবে রিস্যাট-২বি৷
×