ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ০৫:০৮, ২২ মে ২০১৯

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বুধবার দুপুরে নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে ইউএনও আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.শরিফুল ইসলাম (লিটন), সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দপ্তর সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। চলতি মৌসুমে উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ২৬টাকা হিসেবে ৫শ’ ৩২ মেট্টিক টন ধান, প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬টাকা কেজি হিসেবে ৩হাজার ৪শ’ ৭৪ মেট্টিক টন চাল ও প্রতি কেজি ৩৫টাকা হিসেবে ৫শ’ ৪৯ মেট্টিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যে এই অভিযান শুরু করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কাজী রাজীব চাউল কলের মালিক আশিক আহমেদ রাজীব ৫মেট্টিক টন সিদ্ধ চাল ও কৃষক আব্দুস সামাদ ১মেট্টিকটন ধান সরবরাহ করেন।
×