ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যান বুকার পুরস্কার জিতলেন ওমানের নারী ঔপন্যাসিক

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ মে ২০১৯

 ম্যান বুকার পুরস্কার জিতলেন  ওমানের নারী ঔপন্যাসিক

ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতলেন ওমানের নারী ঔপন্যাসিক জোখা আলহার্দি। উপন্যাস ‘সেলেসটিয়াল বডিস’র জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। প্রথমবারের মতো কোন আরবি বই এ পুরস্কারে ভূষিত হলো। উপন্যাসটি ইংরেজীতে অনুবাদ করবেন মার্কিন শিক্ষাবিদ ম্যারিলিন বুথ। ওমানের কোন নারী ঔপন্যাসিকের বই এই প্রথম ইংরেজীতে অনুবাদ করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড ম্যারিলিন বুথের সঙ্গে সমানভাবে ভাগ করে নেবেন জোখা আলহার্দি। খবর গার্ডিয়ান উপন্যাস ‘সেলেসটিয়াল বডিসে’ ওমানের প্রত্যন্ত গ্রাম আল-আওয়াফি এবং গ্রামের তিন বোনের কাহিনী তুলে ধরা হয়েছে। এদের একজন হলেন মায়া; দুর্যোগের পর যার একটি ধনী পরিবারে বিয়ে হয়। আরেকজন হলো আসমা; যিনি কর্তব্যের কারণে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আর তৃতীয়জন হলেন খাওলা; যিনি কানাডা প্রবাসী এক ব্যক্তির জন্য অপেক্ষায় রয়েছেন। ম্যান বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান ইতিহাসবিদ বেটানি হিউজেস বলেন, ‘মানুষের জীবনের বিভিন্ন অনুভূতি, ভালবাসা ও দুঃখ-বেদনার মাধ্যমে আমরা এই সমাজ সম্পর্কে জানতে পারিÑদাস পরিবারের খুবই দরিদ্র লোকজন ওমান ও মাস্কটের ধনীদের স্বার্থে কাজ করছে।
×