ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানুষের মৃতদেহ থেকে সার তৈরি ॥ প্রথম বৈধতা ওয়াশিংটনের

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ মে ২০১৯

 মানুষের মৃতদেহ থেকে সার তৈরি ॥ প্রথম বৈধতা ওয়াশিংটনের

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মানুষের মৃতদেহ থেকে জৈব সার তৈরিকে আইনগত বৈধতা দিল ওয়াশিংটন। মৃতদেহ সমাহিত ও শেষকৃত্যানুষ্ঠান থেকে কার্বন নিঃসরণ কমাতে রাজ্যটির পরিবেশবান্ধব গবর্নর মঙ্গলবার একটি বিলে স্বাক্ষর করলে এটি আইনগত বৈধতা পায়। নতুন আইন অনযায়ী, আগামী বছরের মে মাস থেকে এটা কার্যকর হবে। এই রাজ্যে যারা মৃত্যুবরণ করবে তারা তাদের শরীরকে বাগান করার উপযুক্ত মাটিতে পরিণত করার সিদ্ধান্ত নিতে পারবে। এটা এমন এক প্রক্রিয়ায় করা হবে যেটাকে রিকম্পোজিশন বলা হয়। সিয়াটলভিত্তিক কোম্পানি রিকম্পোজের প্রতিষ্ঠাতা এবং আইনটি করার জন্য তদ্বিরকারী ক্যাটরিনা স্পেড বলেন, ‘মৃতদেহ মমি ও সমাহিত কিংবা শেষকৃত্য করার বিকল্প হচ্ছে রিকম্পোজিশন, যেটা প্রাকৃতিক, নিরাপদ ও লাগসই। এর ফলে কার্বন নিঃসরণ এবং ভূমির ব্যবহারে তাৎপর্যপূর্ণ সাশ্রয় হবে।’ এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে স্পেড বলেন, ‘সরাসরি প্রকৃতির কাছে প্রত্যাবর্তন এবং জীবন-মৃত্যুর পর্যায়ের অংশ হওয়ার ধারণা সত্যিই চমৎকার।’ তিনি বলেন, ১০ বছর আগে ৩০ বছরে পদার্পণ করার পর তিনি এই প্রক্রিয়ায় আগ্রহী হয়ে ওঠেন এবং নিজের মৃত্যু নিয়ে আরও ভাবতে থাকেন। -এএফপি
×