ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

কান শহরে বলিউড সুন্দরীদের মেলা

প্রকাশিত: ০৯:১২, ২৩ মে ২০১৯

 কান শহরে বলিউড সুন্দরীদের মেলা

বছরের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। ভূমধ্যসাগরের ছোট্ট শহর কানে। সেখানে একে একে ভিড় করতে শুরু করেছেন সারা দুনিয়া থেকে আসা চলচ্চিত্র নির্মাতা, শিল্পী-কুশলী ও চলচ্চিত্র ব্যবসায়ীরা। গত ১৪ মে থেকে ৭২তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের আলো জ্বলছে। উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। বিশ্বের সিনেমা সংশ্লিষ্টদের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ উৎসবের এবারের আসরে বলিউডের অনেক তারকা ভিড় করেছেন অন্য বারের মতো। তাদের প্রাণবন্ত উজ্জ্বল উপস্থিতি কান চলচ্চিত্র উৎসবে আগত চলচ্চিত্র তারকা, নির্মাতা, কলাকুশলী দর্শক সমালোচকদের নজর কেড়েছে স্বাভাবিকভাবে। প্রতিবছর দক্ষিণ এশীয় দর্শকদের নজর থাকে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটা বলিউডের নায়িকাদের দিকে। অভিনীত কোন সিনেমা নিয়ে নয়, তারা মূলত লালগালিচায় হাঁটেন বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের পণ্যের প্রচার দূত হিসেবে। কেউ কোন নির্দিষ্ট পোশাকের প্রচার করেন, কেউ প্রচার করেন কসমেটিকস সামগ্রীর আবার কেউ বিভিন্ন পানীয়ের প্রচার করতে যান। অন্য বারের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, কঙ্গনা রানাওত হুমা কুরাইশি, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনদের সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকেও দেখা গেছে। হিনা খান তার অভিনীত স্বল্প দৈর্ঘ্যরে সিনেমা ‘লাইনস’ নিয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো শামিল হয়েছেন। এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রের তথা ভারতীয় সিনেমার বিখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমান। কারণ, তার ছবি প্রদর্শিত হচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির নাম ‘লে মাস্ক’। পৎরিচালক হিসেবে এই ছবি দিয়েই অভিষেক হলো এই সঙ্গীত মহারথীর। কানের মঞ্চ থেকে তার প্রথম ছবি তৈরির অভিজ্ঞতা শেয়ার করে এআর রহমান বলেন, সঙ্গীতের অভিজ্ঞতা নিয়েই তৈরি হয়েছে এ ছবি। ‘লে মাস্ক’ আসলে একটি ভার্চুয়াল রিয়েলিটির ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা আরনেজেডার, গাই বারনেট, মুনিরি গ্রেস এবং মারিয়াম জোহারাবিয়া। পুরো সিনেমার শূটিং হয়েছে ইতালির রাজধানী রোমে। ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটারে লুমিয়েরে হাজির হয়ে সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নরওয়ের ডিজাইনার পিটার ডানডেসের নকশা করা ক্রিম কালার গাউন পরে হাজির হন তিনি। তার গাউনের লেজের অংশটি ছিল বিশাল। সেটি গুছিয়ে দিতে ব্যস্ত সময় কেটেছে আয়োজক প্রতিনিধিদের। কান উৎসবে বিশ্বখ্যাত সৌন্দর্য প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করতে টানা তৃতীয়বারের মতো এখানে এসেছেন পদ্মাবত তারকা দীপিকা পাড়ুকোন। অন্যদিকে সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও কানের লালগালিচায় হেঁটেছেন। কালো ও সোনালি রঙের মিশেলে কাঁধখোলা গাউনে অসম্ভব সুন্দর লেগেছে প্রিয়াঙ্কাকে। তার জমকালো পোশাক ও দুর্দান্ত স্টাইলে চোখ আটকে গেছে অনেকের। প্রিয়াঙ্কা এবার কান চলচ্চিত্র উৎসবে এসেছেন বিখ্যাত সুইস অলঙ্কার নির্মাতা প্রতিষ্ঠান চপার্ডের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হয়ে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড সুন্দরীদের জমজমাট মেলা বসেছে অন্য বারের মতো এবারও। আপন যোগ্যতায় সৌন্দর্যের চমকে তারা বিশ্বের সব চলচ্চিত্রপ্রেমীর মন জয় করে নিয়েছেন এমনিতেই। লচ্চিত্র উৎসবের আয়োজনে তাদের দীপ্ত পদচারণা নিঃসন্দেহে নতুন ডাইমেনশন এনেছে বলিউডের স্ট্যাটাসে। হিনা খান এবারের ৭২তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন। তার অভিনীত স্বল্পে দৈর্ঘ্যরে সিনেমা ‘লাইনস’- এর প্রিমিয়ার হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবে। কারগিল যুদ্ধের পটভূমিকায় নির্মিত স্বল্প দৈর্ঘ্যরে ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। গ্রামীণ পটভূমিকায় নির্মিত ছবিটিতে হিনা খানকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখা গেছে। তার অভিনয় কান চলচ্চিত্র উৎসবে আগত চলচ্চিত্র যোদ্ধাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে বলিউডের নামী-দামী জনপ্রিয় বিখ্যাত অভিনেত্রীদের উপস্থিতি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করছে। তারা জমকালো সাজপোশাকে লালগালিচায় হাঁটছেন তেমন ছবি বেশ ফলাও করে মিডিয়ায় প্রচারিত হয়ে আসছে। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকা, সোনম কাপুর, কঙ্গনা রানাওত, হুমা কুরেশি কারিনা কাপুর প্রমুখ বলিউড সুপারস্টারদের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটতে দেখে যারা অভ্যস্ত তারা এবার ভারতীয় টেলিভিশন তারকা হিনা খানকে সেখানে উপস্থিত থাকতে দেখে অবাক হয়েছেন। কমলিকা চরিত্রটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছেন। যদিও এর আগে কাসৌটি জিন্দেগি কী’ নামে স্টার প্লাস চ্যানেলে দীর্ঘ সময়ব্যাপী আরেকটি হিন্দী সিরিয়াল দেখানো হয়েছে। সেখানেও খলনায়িকা কমলিকা চরিত্রটি ছিল, তখন এ চরিত্রটি রূপায়ণ করেছিলেন উর্বশী ডোলাকিয়া। তবে এবার কমলিকা চরিত্রে উর্বশীকে ছাড়িয়ে গেছেন হিনা খান। যারা আগের ‘কাসৌটি’ সিরিয়ালটি এবং এখনকারটি দেখেছেন তারা তুলনামূলক বিচারে কমলিকা চরিত্রে হিনা খানের পারফরমেন্সকে এগিয়ে রাখছেন। দুর্দান্ত রূপসী একজন নারী কতটা ভয়ঙ্কর, হিংসুটে এবং আগ্রাসী স্বাভাবের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ‘কাসৌটি’ সিরিয়ালের কমলিকা। তেমনি একটি চরিত্র সফলভাবে রূপায়ণের কারণে ঘরে ঘরে ব্যাপক পরিচিতি ছড়িয়ে পড়েছে নতুন করে। এর আগে তার অভিনীত আকসারা চরিত্রটি ছিল এর সম্পূর্ণ বিপরীত। ইতোমধ্যে ‘লাইনস’ ছাড়াও ‘সোলমেট’, ‘স্মার্টফোন’ নামে আরও দুটি স্বল্প দৈর্ঘ্যরে ছবিতে অভিনয় করেছেন হিনা খান। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘লাইনস’ ছবিতে হিনা খান তার ছোট পর্দায় প্রতিষ্ঠিত ইমেজের বাইরে অত্যন্ত সাদামাটা গ্ল্যামারসবিহীন একটি সাধারণ গ্রাম্য নারীর ভূমিকায় অভিনয় করেছেন। বলিউডের প্রখ্যাত নির্মাতা বিক্রম ভাটের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হিনা খান।
×