ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারতাজ আলীম

কানের জানালা!

প্রকাশিত: ০৯:১৩, ২৩ মে ২০১৯

 কানের জানালা!

সংবাদমাধ্যম গার্ডিয়ানের মতে এবারের কানে আলোচিত ৩ ইস্যু হচ্ছে নেটফ্লিক্স, নারী-পুরুষের অসমতা এবং ডোনাল্ড ট্রাম্প! নেটফ্লিক্সের সিনেমাকে পরিপূর্ণ ‘সিনেমা’ বলতেই নারাজ অনেক সিনেমাবোদ্ধা। লিংভিত্তিক অসমতা নিয়ে বিতর্ক আছে অস্কার থেকে কান সব জায়গায়। কিন্তু ট্রাম্প কেন? এবার ‘বার্ডম্যান’ খ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনাররিতুর আছেন জুরি বোর্ডের সভাপতিত্বে। সীমান্তে দেয়াল নির্মাণের সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের মতো রাজনীতিবিদদের পাগলাটে কাজ কারবার নিয়েও বিরক্ত তিনি। কানে বিক্ষোভ হয়েছে গর্ভপাত নিয়েও। গর্ভপাতবিরোধী আইন আরও কঠোর করার প্রতিবাদে বিক্ষোভ হয়। গর্ভপাত নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘লেট ইট বি ল’ প্রদর্শনের আগে অধিকারকর্মীরা বিক্ষোভ করেন। . যাদের দেখা মিলল কানে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন, চলো সেভিগনি, এ্যাডাম ড্রাইভার, সেলেনা গোমেজ, ব্রাজিলিয়ান সুপার মডেল ইসাবেল গৌলারট, জুলিএ্যান মুর, পোলিশ মডেল বেলা, ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া, ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিসহ অনেকেই। (অসম্পূর্ণ) . উপহাসের শিকার চীনা অভিনেত্রী প্রথমবারের মতো কানের লাল গালিচায় দাঁড়িয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন চীনের অভিনেত্রী ইয়ানফেই। ক্যামেরার আলোর ঝলকানি আর চারপাশ থেকে পোজ দেয়ার অনুরোধ শুনতে শুনতে তিনি নিজের সময়গেন হারিয়ে ফেলেন। আর তাতেই প্রথমবার কানে আসা এই অভিনেত্রীকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। নিরাপত্তারক্ষীরা এসে তাকে সরিয়ে দেন। কানের লাল গালিচায় হাঁটার জন্য প্রত্যেকেরই একটি নির্দিষ্ট সময় থাকে। সে সময়ই অতিক্রম করে ফেলেছিলেন শি ইয়ানফেই। আর তাতেই চীনের জনপ্রিয় টিভি শো ‘স্টোরি অব ইয়ানজি প্যালেস’এ অভিনয় করা শিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ট্রল হচ্ছে। . সাদা নীলে পেনালোপ কানের লাল কার্পেটে আল ছড়িয়েছেন পেনালোপ ক্রুজ। সাদা উপর হালকা নীল প্রিন্টের একটি সাধারণ গাউনে অসাধারণ প্রশংসা পাচ্ছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার সঙ্গে দারুণ ছিল সাদৃশ্যপূর্ণ তার পোশাক। সম্প্রতি কানে উদ্ভট পোশাক পরার প্রবণতার মধ্যে পেনালোপের পোশাক বেশ প্রশংসিত হচ্ছে। . বৃষ্টি এবং ছাতা সঙ্গী কানের উৎসবের পুরো সময়টাই থাকছে বৃষ্টিভেজা। আবহাওয়ার পূর্বাভাসেও সেটাই বলা ছিল। আর তাই লাল গালিচায় দ্যুতি ছড়ানো অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সাংবাদিক সবার সঙ্গী হয়েছে ছাতা। কানের ছাতার দোকানিরাও সুযোগ পেয়ে দাম হাঁকছেন ৫ থেকে ১০ ইউরো পর্যন্ত। ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন, নিক-পিয়াংকা জুটি, জার্মান গায়িকা লেনাকে দেখা গেছে ছাতা মাথায় হাঁটতে। . বিলিয়ন ডলার আয় হোটেলগুলোর চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের তীর্থস্থান কান চলচ্চিত্র উৎসব। সাগরঘেঁষা এই শহরে বেশ আগে থেকেই গড়ে উঠেছে বহু হোটেল, ক্যাফে, রিসোর্ট এবং পর্যটন স্পট। কান উৎসব পর্যটন বাণিজ্যের কাছে এক সোনার ডিমপাড়া হাঁস। এ সময় হোটেলের ভাড়া ৫ গুণ পর্যন্ত বেড়ে যায়। খাবার এবং অনুষঙ্গিক সবকিছুরও উর্ধমূল্য দেখা যায়। দুই তারকা হোটেলে এক রাত থাকতে গুনতে হতে পারে ২৪০ ইউরো যেটা অন্য সময় থাকে মাত্র ৫০ ইউরো! তিন তারকা হোটেলের ভাড়া ৫ গুণ বেড়ে ৩৫০ ছাড়িয়ে যায়। অনেক বাড়িও সাময়িক হোটেল হিসেবে ব্যবহার হয় বছরের এই সময়টাতে কানের হোটেলগুলো উৎসবের সময় অন্তত ১ বিলিয়ন ডলার আয় করে বলে ধারণা করা হয়। বর্তমানে কান উৎসব উপলক্ষে ৪০ হাজারের মানুষ এই শহরটিতে এসেছে।
×