ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোম্পানি ফিরবেন আশাবাদী গার্ডিওলা

প্রকাশিত: ০৯:১৯, ২৩ মে ২০১৯

 কোম্পানি ফিরবেন আশাবাদী গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। আর এই ক্লাবের রেনেসাঁ (নবজাগরণ) যুগের শুরু থেকেই অন্যতম সদস্য ভিনসেন্ট কোম্পানি। তার নেতৃত্বে ২০১৮-১৯ মৌসুমেও ত্রিমুকুট জেতে সিটিজেনরা। তবে গত শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচের শেষেই ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন তিনি। এফএ কাপ জয়ের আনন্দ তরতাজা থাকতেই সিটি সমর্থকদের বড় দুঃসংবাদটা দেন তিনি। জানিয়েছেন, সিটির সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানালেন। তবে ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্ডিওলার বিশ্বাস কোম্পানি আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরবে। এ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, আমি মনে করি তাকে (কোম্পানি) অনেক বেশি মিস করব আমরা। তবে ভবিষ্যতে সে আমাদের বিষয়টি নিয়েও ভাববে। আমার বিশ্বাস খুব শীঘ্রই কিংবা দেরিতে হলেও সে আবারও ম্যানসিটিতে ফিরে আসবে। বার্সিলোনার সাবেক এই সফল কোচ এখানেই থামেননি। বেলজিয়াম তারকাকে প্রশংসায় ভাসিয়ে তিনি আরও বলেন, সে একজন সত্যিকারের নেতা। আমাদের দারুণভাবে সহায়তা করেছে সে। দারুণ একটা মৌসুম উপহার দিয়েছে। আমার মনে হয় তার বিদায় বলার এটাই সেরা সময়। কোম্পানি জার্মান ক্লাব হামবার্গার ছেড়ে ইত্তিহাদে আসেন ২০০৮ সালে। এরপর থেকেই দলের নেতা হয়ে ওঠেন তিনি। দৃঢ়ভাবে সিটির রক্ষণভাগ সামলানোর পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন। সিটির জার্সিতে ৩৬০ ম্যাচে করেছেন ২০ গোল। জিতেছেন ‘ব্যাক টু ব্যাক’ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ। চারটি লীগ কাপ ও দু’টি কমিউনিটি শিল্ড। ইত্তিহাদে তার অবদানের কথা তুলে ধরে সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক বলেন, অনেকে ম্যানচেস্টার সিটির রেনেসাঁয় গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। কিন্তু যৌক্তিকভাবে ভিনসেন্ট কোম্পানি তাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।এদিকে খুব অল্প সময়েই ম্যানসিটিকে বিশ্ব ক্লাব ফুটবলে আলাদা করে জায়গা উপহার দিয়েছেন পেপ গার্ডিওলা। এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের কৃতিত্ব অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। তবে গার্ডিওলা মনে করেন চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করতে পারলেই কেবল দলটির আসল মূল্যায়ন করা যেত।
×