ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবির ১শ’ একর জায়গায় হচ্ছে হাইটেক পার্ক ॥ সমঝোতা চুক্তি সই

প্রকাশিত: ০৯:২৩, ২৩ মে ২০১৯

 চবির ১শ’ একর জায়গায়  হচ্ছে হাইটেক পার্ক ॥ সমঝোতা চুক্তি সই

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০০ একর জায়গায় হাইটেক পার্ক নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রজেক্টের লিয়াজোঁ অফিসার প্রফেসর ড. হানিফ সিদ্দিকী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়ন সাধন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও নতুন দুয়ার উন্মোচনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে এই হাইটেক পার্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫১৮তম বিশেষ সিন্ডিকেটে প্রশাসনের পক্ষ থেকে ১০০ একর জায়গা বরাদ্দের সিদ্ধান্ত হয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত হাইটেক পার্ক স্থাপনের জন্য প্রকল্প পরিদর্শনও করে গেছেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
×