ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ভুয়া কারখানা সিল

প্রকাশিত: ০৯:২৯, ২৩ মে ২০১৯

 বরিশালে ভুয়া  কারখানা সিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হরলিক্স, অলটাইম, প্রাণসহ আটটি পণ্যের মোড়ক ব্যবহার করে চিপস বানিয়ে বাজারজাত করার ভুয়া কারখানার সন্ধান মিলেছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের ভুয়া কারখানা সিলগালা করে মালিককে এক বছর সশ্রম কারাদন্ড দিয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক জানান, ওইদিন বিকেলে পলাশপুর এলাকার এম হোসেন গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল চিপস কারখানার সন্ধান পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কারখানায় চিপস তৈরি করে হরলিক্স, প্রাণ, টিফিন, অলটাইম, বিস্ক ক্লাবসহ নামীদামী প্রতিষ্ঠানের মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করে মালিক লিটন হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক কারখানা মালিক লিটন হাওলাদারকে এক বছর কারাদ-ের রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত লিটন হাওলাদার এলাকার বাসিন্দা মেনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
×