ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকেট কালোবাজারির দন্ড

প্রকাশিত: ০৯:৩১, ২৩ মে ২০১৯

 টিকেট কালোবাজারির দন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ মে ॥ ট্রেনের টিকেট কালোবাজারির দায়ে ফজলুল কবির নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ফজলুল কবির সদরের বড় খালেরপাড় এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার এই দন্ডা দেশ প্রদান করেন। এ সময় একই ব্যক্তির কাছে নির্ধারিত টিকেটের চেয়ে সংখ্যায় বেশি টিকেট বিক্রি করায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রেদোয়ান কবিরকে সতর্ক করা হয়। এর আগে সদরের ইউএনও মাহদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে আন্তঃনগর ট্রেনের টিকেটসহ হাতেনাতে ফজলুল কবিরকে আটক করেন। পরে টিকেট কালোবাজারির দায়ে ফজলুল কবিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
×