ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ধরা পড়া অজগর অবমুক্ত, হরিণের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৪, ২৩ মে ২০১৯

 গলাচিপায় ধরা পড়া  অজগর অবমুক্ত, হরিণের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় জনতার হাতে একটি অজগর সাপ ও রাঙ্গাবালী উপজেলায় একটি চিত্রা হরিণ ধরা পড়েছে। বন বিভাগের মাধ্যমে সাপটিকে বনে অবমুক্ত করা গেলেও হরিণটিকে বাঁচানো যায়নি। অবমুক্ত করার কিছুক্ষণ আগে হরিণটি মারা যায়। জানা গেছে, গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের বড়বাজার সংলগ্ন জিসিআর সড়কে মঙ্গলবার রাত দশটার দিকে কৃষক লীগ নেতা মোজাম্মেল হক প্রথমে অজগর সাপটিকে দেখতে পান। এ সময় সাপটি লম্বালম্বিভাবে শুয়েছিল। তার চিৎকারে লোকজন ছুটে এসে সাপটিকে প্রথমে মাছ ধরার জাল এবং পরে প্লাস্টিকের ড্রামে আটকে ফেলেন। বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর খান জানান, রাতেই তিনি স্থানীয়দের সহায়তায় সাপটিকে পুলিশের হাতে তুলে দেন। সাপটি প্রায় ১০ ফুট লম্বা। ওজন প্রায় ২০ কেজি। সড়কের পাশে ঘন জঙ্গলে সাপটির অবস্থান ছিল বলে ধারণা করেন তিনি। বুধবার দুপুরে পুলিশ বনবিভাগের গলাচিপা দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানসহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তার হাতে সাপটি তুলে দেয়। পরে বনকর্মীরা পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চরকারফারমার সংরক্ষিত বনাঞ্চলে সাপটিকে অবমুক্ত করে। বন কর্মকর্তা মশিউর রহমান জানান, এটি বিরল প্রজাতির অজগর। এ অঞ্চলে এর আগে কখনই অজগর সাপ দেখা যায়নি। এদিকে, এদিন দুপুরে জুটি বেঁধে দুটি চিত্রা হরিণ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দ্বারভাঙ্গা গ্রামের লোকালয়ে ঢুকে পড়ে। উৎসাহী মানুষের ধাওয়া খেয়ে একটি পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে এবং অপরটি ধরা পড়ে। স্থানীয়রা হরিণটিকে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে বনবিভাগের লোকজন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে।
×