ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই চট্টগ্রামে দুই সড়ক আংশিক যান চলাচল উপযোগী হচ্ছে

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ মে ২০১৯

  ঈদের আগেই চট্টগ্রামে দুই সড়ক আংশিক যান চলাচল উপযোগী হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং (পিসি) এবং আগ্রাবাদ এক্সেস রোডের কাপেটিং লেয়ারের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে পোর্ট নিমতলা এবং পোর্ট কানেকটিং জংশনে কাপেটিং কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্যে তিনি ঈদের আগেই এ দুটি সড়কের আংশিক যান চলাচল উপযোগী করার ঘোষণা দেন। চসিক মেয়র বলেন, এই দুটি সড়ক নগরীর জনবহুল এলাকায় হওয়ায় অত্যন্ত ব্যস্ততম সড়ক। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক দুটি সরাসরি সংযুক্ত। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার গাড়ি চলাচল করে। ব্যস্ততম সড়ক দুটির কাজের গুণগত মান দেখভাল করছেন জাইকার বিশেষজ্ঞ দল। তিনি বলেন, ঈদের আগেই পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত রাস্তার পূর্বাংশ এবং বেপারিপাড়া থেকে এক্সেস রোডের দক্ষিণাংশ মিডিয়ান ব্লকসহ কাপেটিং লেয়ারের কাজ শতভাগ সম্পন্ন করে জনচলাচলের উপযোগী করা হবে। সড়ক দুটিকে গাড়ি চলাচলের উপযোগী এবং বর্ষার মৌসুমে জনভোগান্তি লাঘবে নিরলসভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশ, নিবার্হী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়ুয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×