ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত জোট সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ মে ২০১৯

 বিএনপি-জামায়াত জোট সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল ॥ পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২২ মে ॥ ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লাইভ এইড হাসপাতালে ৩৫ হাজার দুস্থ ও গরিব রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। রিসোর্ট ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহযোগিতায় এনহানসিং হেলথ এ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পুওর পিলি অব সিলেক্ট মিউনিসিপালিটিস অব বাংলাদেশ (ইএইচএনএসএম) প্রজেক্টের আওতায় এ চিকিৎসাসেবা বাস্তবায়ন করা হবে। বুধবার বিকেলে উপজেলার বরপা এলাকায় লাইফ এইড হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রথমদিনে এ প্রকল্পের আওতায় তারাবো পৌরসভার ৫শ’ দুস্থ ও গরিব মানুষকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের হেলথ কার্ড বিতরণ করা হয়। তারাবো পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজীর সভাপতিত্বে ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মীর আব্দুল আলীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন সিকদার, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা রমজান হোসেন সাউদ প্রমুখ।
×