ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী ড্রাইডক লিমিটেডকে কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ মে ২০১৯

 কর্ণফুলী ড্রাইডক  লিমিটেডকে কোটি টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিবেশ ছাড়পত্র ছাড়া ডক ইয়ার্ড কার্যক্রম পরিচালনার অপরাধে কর্ণফুলী ড্রাইডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই দন্ডাদেশ হয়। পরিবেশ অধিদফতর সূত্রে জানানো হয়, প্রতিষ্ঠানটি কর্ণফুলী ড্রাইডক নামে পরিচিত হলেও কর্ণফুলী স্পেশাল ইকনোমিক জোন নামে জাহাজ তৈরি করছিল। ডক ইয়ার্ডের কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশ অধিদফতরের কোন ছাড়পত্র ছিল না। অনুমোদন ছাড়া কাজ পরিচালনার অভিযোগের শুনানি শেষে বুধবার কর্ণফুলী ড্রাইডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানার আদেশ প্রদান করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কাছ থেকে দ্রুত পরিবেশ ছাড়পত্র গ্রহণের অঙ্গীকারনামা নেয়া হয়। অন্যথায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।
×