ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় কৃষকের বাড়ি গিয়ে ধান কেনা শুরু

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ মে ২০১৯

 ভোলায় কৃষকের বাড়ি  গিয়ে ধান কেনা শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ মে ॥ কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় এবং প্রতারিত না হয় তা নিশ্চিত করতে ভোলা সদর উপজেলায় কৃষকের বাড়ি থেকে সরকারীভাবে ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার সকালে বাপ্তা চৌদ্দঘর গ্রামের নুরুনবীর বাড়ি থেকে ৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়। এ সময় ধানের সঠিক মূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ রিবাজ করে। সরকারীভাবে ধান ক্রয়কালে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ। ধান ক্রয়কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, কৃষকদের ধানের প্রকৃত মূল্য প্রাপ্তির জন্যই সরকারের এই উদ্যোগ। জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ধান ক্রয় প্রক্রিয়াকে কঠোরভাবে মনিটরিং করার জন্য। যাতে করে কোন ফড়িয়া বা দালাল সুবিধা নিতে না পারে। ইতোমধ্যে কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে সকল কৃষককে সরকারের এই ধান ক্রয়ের খবরটি যাতে ছড়িয়ে দেয়া হয়। এতে করে কৃষকরা আর ঠকবেন না। তারা তাদের ধানের সঠিক মূল্য পাবেন। . পঞ্চগড় স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আয়োজনে বুধবার দুপুরে বোদা বাসস্টান্ড এলাকায় বোদা-পঞ্চগড় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ উপজেলার কৃষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বর্মণ, বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরু ইসলাম, বোদা উপজেলার শাখার সাবেক সভাপতি দীপক কুমার দে, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা উত্তম কুমার মজুমদার। বক্তারা জানান, প্রতিমণ ধান উৎপাদনে কৃষকের খরচ পড়েছে ৬শ’ থেকে ৭শ’ টাকা। সেই ধান কাটা মাড়াই করার পর বাজারে বিক্রি করতে হচ্ছে ৪শ’ টাকা দরে। প্রতি মণ ধানে চাষীদের ২শ’ থেকে ৩শ’ টাকা লোকসান গুনতে হচ্ছে।
×