ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিএনপির দুুই গ্রুপে ধাক্কাধাক্কি ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ মে ২০১৯

 বগুড়ায় বিএনপির দুুই গ্রুপে ধাক্কাধাক্কি ॥ উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বিএনপি’র কার্যালয় দখল নিয়ে বুধবার দুগ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও তুমুল হট্টগোল হয়েছে। দুগ্রুপের উত্তেজনা থামাতে পুলিশের হস্তক্ষেপ করতে হয়। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে থেকে নবগঠিত আহ্বায়ক কমিটি ও বিদ্রোহী গ্রুপকে সরিয়ে দেয়। বগুড়া জেলা বিএনপির দীর্ঘদনের অচলবস্থা কাটাতে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকে জেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে বেরিয়ে আসে। শুরু হয় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ। প্রথম পর্যায়ে জেলা বিএনপি’র দু’নেতাকে সংগঠন বিরোধী কার্যকলাপের অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে জেলা বিএনপির সঙ্কট বাড়াতে থাকে। সূত্র জানায়, জেলা বিএনপির সাবেক সভাপতির অনুসারীরা নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার বিরোধী ছিলো। কেন্দ থেকে সম্মিলিতভাবে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিলে একটি গ্রুপের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করলে সিনিয়র নেতৃবৃন্দ পাল্টা আহ্বায়ক কমিটির উদ্যোগ নেয়। এতে দুটি গ্রুপ প্রকাশ্যে বেরিয়ে আসে। এ পরিস্থিতি কেন্দ্র বিএনপি ৫ মে জেলা কমিটি গঠন ও ১৫ মে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজকে আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করলে একটি গ্রুপ প্রকাশ্যে এর বিরুদ্ধে অবস্থান নেয়। এই গ্রুপটি জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুলের অনুসারী হিসাবে পরিচিত। বিদ্রোহীরা কেন্দ্র ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে দলীয় কার্যালয়ের দখল ও তালা ঝুলিয়ে দেয়। ওই দিনই নব গঠিত আহ্বায়ক কমিটি গভীর রাতে তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ের দখল নেয়ার কিছু পরেই বহিষ্কৃতসহ কমিটিতে স্থান না পাওয়া, বঞ্চিত ও বিদ্রোহী গ্রুপ রাতেই পাল্টা জবাব হিসাবে সাবেক সংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর বাসভবনে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় আহ্বায়ক কমিটির কর্মীদের সঙ্গে বিদ্রোহীদের ধাওয়া হয়। এর পর থেকেই দলীয় কার্যালয় দখল পাল্টা দখল ও তালাবাজির রাজনীতি চলছে। বর্তমানে জেলা বিএনপি’র কার্যালয়ে ১৪টি তালা শেকল ঝুলছে। আর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের এ পর্যন্ত ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় বিদ্রোহী গ্রুপ বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন আহ্বান করলে নব গঠিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা সেখানে যাওয়ার পর তুমুল উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’গ্রুপ মারমুখী অবস্থান নিলে ধাক্কাধাক্কা শুরু হয় এবং ধর ধর বলে চিৎকারও শুরু হয়।
×