ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে শিশুদের চোখে অস্ত্রোপচার

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ মে ২০১৯

 চট্টগ্রাম চক্ষু হাসপাতালে  শিশুদের  চোখে অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বুধবার শুরু হয়েছে কক্সবাজার জেলার স্থানীয় শিশুদের অস্ত্রোপচার। প্রথমদিন ৫ শিশুর চোখে ছানিজনিত সমস্যা অপারেশনের মাধ্যমে দূর করা হয়। শিশুদের জন্য এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। চক্ষু হাসপাতাল সূত্র জানায়, বুধবার যাদের অস্ত্রোপচার হয়েছে তারা হলো আড়াই বছর বয়সী শিশু শাহীন, মবিন (২), রেজাউল করিম (৭), অন্তরা সরকার (৮) ও জেসি মণি (১৪)। কক্সবাজার জেলার কয়েকটি হাসপাতালে চক্ষু চিকিৎসাসেবা থাকলেও শিশুদের চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এই কার্যক্রম চালু করা হয়। শিশুদের অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মেরাজুল ইসলাম। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) এক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার শুরু হয়েছে। এতে টেকনিক্যাল সার্পোট দিচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।
×