ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে আটকৃত মেছোবাঘের শাবকটি অবমুক্ত করা হয়েছে

প্রকাশিত: ০৯:৪২, ২২ মে ২০১৯

বাউফলে আটকৃত মেছোবাঘের শাবকটি অবমুক্ত করা হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের দক্ষিন ধানদী গ্রামের ছেপের হাওলাদার বাড়ির কাছে স্থানীয় কয়েক উৎসুক কিশোর একটি মেছ বাঘের শাবক আটক করে। পরে ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিষয়ক স্থানীয় সংগঠনের সদস্যের সহোযোগিতায় বুধবার বিকালে অবমুক্ত করা হয় শাবকটিকে। শনিবার স্থানীয় কয়েক কিশোর ওই শাবকটি আটক করে খাঁচায় বন্ধী করে রাখে। এ খবর পেয়ে স্থানীয় ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে পরিবেশ বিষয়ক সংগঠনের কয়েক সদস্য স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী রোকনুজ্জামান, সাগর, সাদ্দাম খলিলসহ কয়েকজন ওই দিন বিকালে ওই কিশোরদের বাড়ি গিয়ে মেছ বাঘের শাবকটিকে উদ্ধার করে অবমুক্ত করে। বন্যপ্রাণি ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মা- বাঘটির সঙ্গেই শাবটি ভাল থাকবে ও ভালভাবে বেড়ে উঠতে পারবে। এটাকে মা বাঘের সম্ভাব্য অস্তানায় ছেড়ে দেওয়াই সঠিক হয়েছে। অন্যত্র কিংবা মানুষের লালন-পালনে এদেরকে বাঁচানো সহজ নয়। মেছোবাঘ নিরিহ জাতের। পরিবশের ভারসাম্য রক্ষা করে। বৈশ্বয়িক আবহাওয়ার পরিবর্তণ, মানুষের রূঢ় আচরণে পরিবেশ প্রকৃতির বিপর্যয় ও বন-জঙ্গল উজাড় হয়ে কমে যাচ্ছে মেছোবাঘ। বিপন্ন এই প্রাণিদের প্রতি সকলের অনুকুল দৃষ্টিভঙ্গি ও যত্নবান হওয়া উচিত।’
×