ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলন বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১০:২৬, ২৩ মে ২০১৯

 সন্ধ্যা নদী থেকে  বালি উত্তোলন  বন্ধের নির্দেশ  হাইকোর্টের

বিডিনিউজ ॥ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর এবং তার বাড়ির পাশের সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সন্ধ্যা নদী। এ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ওই নদী থেকে বালি তোলার অনুমতি দিয়ে জেলা প্রশাসক যে কার্যাদেশ দিয়েছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর, বাড়ি, স্কুল, মাদ্রাসাসহ অন্যান্য স্থাপনা রক্ষায় বালি উত্তোলন বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
×