ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে আফিফ

প্রকাশিত: ০০:১২, ২৩ মে ২০১৯

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে আফিফ

অনলাইন ডেস্ক ॥ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসর অনুষ্ঠিত হবে। সিপিএলের নতুন আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হলো বুধবার। তাতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে বাংলাদেশের ১৮ ক্রিকেটারের নাম ছিল। কিন্তু ১৭ রাউন্ডের ড্রাফটে শুধুমাত্র আফিফ হোসেনকেই বেছে নিয়ে সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস। সাকিব, মাহমুদউল্লাহ ও মিরাজের পর আফিফের সুযোগ হলো সিপিএলে খেলার। সাকিব ও মাহমুদউল্লাহ সিপিএল মাতিয়েছেন বেশ ভালোভাবে। মিরাজ পঞ্চম আসরে গিয়েছিলেন শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। সিপিএলের এবারের প্লেয়ার ড্রাফট অবাক করেছে অনেককেই। বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। সাকিব আল হাসান, রশিদ খান, জোফরা আর্চার, ক্রিস লিনদের মতো তারকা ক্রিকেটার নেই কোনো দলে।
×