ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে নিহতের পরিবারকে সাহয়তা

প্রকাশিত: ০১:০৩, ২৩ মে ২০১৯

সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে নিহতের পরিবারকে সাহয়তা

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙ্গা শিল্প শীপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিবারকে ১২ লক্ষ টাকার চেক প্রদান করেছে ইয়ার্ড কতৃপক্ষ। নিহত দুই শ্রমিক হলো হামিদুর রহমান ও মুজিবুর রহমান রুবেল। ৬ লক্ষ টাকা করে এক পরিবারকে ১২ লক্ষ টাকার চেক প্রদান করেন দুর্ঘটনা কবলিত ইয়ার্ডের সত্বাধিকারি প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডের মালিক এস.এম নুরু নবী (মানিক)। আজ বৃহস্পতিবার সকালে বিএসবিআরএ সীতাকুণ্ডস্থ আগ্রাবাদ শীপ ব্রেকিং ইয়ার্ডের অফিসে এ চেক প্রদান অনুষ্ঠান সম্পর্ন করা হয়। উল্লেখ্য যে, গত ১৫ই মে ২০১৯ তারিখে সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো: হামিদুর রহমান ও মুজিবুর রহমান রুবেল নামের দুই শ্রমিক নিহত হয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল খায়ের, বিএসবিআরএ, প্রেসিডেন্ট এম এ তাহের, বিএসবিআরএ এর সদস্য এস এম জাহাঙ্গীর, প্রিমিয়ার ট্রেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুন্নবী (মানিক), বিএসবিআরএ সচিব এম এস সিদ্দিক, বিএসবিআরএ সহকারী সচিব নাজমুল ইসলাম, শ্রম ও কলকারখানার অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশ ও শুভংকর দত্ত, প্রিমিয়ার ট্রেড কর্পোরেশনের জি.এম নজরুল ইসলাম, প্রিমিয়ার ট্রেড কর্পোরেশনের সিনিয়র ম্যানেজার সাব্বির চৌধুরী, শ্রমিক নেতা সফর আলী ও সফি বাঙালীসহ প্রমুখ।
×