ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী বৃদ্ধার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৮:৩৫, ২৩ মে ২০১৯

 টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী বৃদ্ধার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মধুপুরে এবার শত বছরের এক বৃদ্ধাকে যৌন সহিংসতার অভিযোগে মামলায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাতে উপজেলার আংগারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া (১৪) ওই এলাকার তোতা খা’র ছেলে। এদিকে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মধুপুর থানা পুলিশ শতবর্ষী ওই বৃদ্ধাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক নারায়ন চন্দ্র সাহা জানান, ভিকটিমকে পুলিশ আনার পরপরই তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠনের মধ্য দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। বর্তমানে ভিকটিম ওই বৃদ্ধা পুলিশের হেফাজতে রয়েছে। অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মধুপুর থানার এসআই জুবায়দুল হক জানান, ভিকটিম ওই বৃদ্ধার ডাক্তারী পরীক্ষা সম্পন্নের পর আসামী সোহেল মিয়াকে টাঙ্গাইল আদালতে নেয়া হয়েছে। জানা যায়, শতবর্ষী ওই বৃদ্ধার বাড়ী উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আংগারিয়া গ্রামে। সে বয়সের ভারে অন্ধ হয়ে গেছে। চলাফেরা ও কথাও ঠিকভাবে করতে পারে না। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যার পর বখাটে কিশোর সোহেল মিয়া (১৪) ওই বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাকে জোরপূর্বক যৌন সহিংসতা করে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে দুদু মিয়া (৭৫) বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। আরও জানা যায়, বয়সের ভারে ন্যুজ্ অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। বৃদ্ধা ঠিক মতো কথাও বলতে পারেন না। বাধক্যজনিত কারণে ওই বৃদ্ধা মুমূর্ষ অবস্থায় রয়েছেন। সম্মানের ভয়ে ভুক্তভোগি পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি। এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মধুপুর থানার (ওসি) তারিক কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (২২ মে) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করার পর বুধবার (২২ মে) রাতেই অভিযুক্ত সোহেল মিয়াকে (১৪) গ্রেপ্তার করা হয়। মামলায় বৃদ্ধার বয়স উল্লেখ্য করা হয়েছে ১৩০ বছর।
×