ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী নির্যাতন রুখবে সংস্কৃতি চর্চায়: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪১, ২৩ মে ২০১৯

 নারী নির্যাতন রুখবে সংস্কৃতি চর্চায়: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বাঙালি সংস্কৃতির যত্নবান চর্চা নারী নির্যাতন রুখতে অনবদ্য ভূমিকা রাখতে পারে বলে মন্তব্র করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান । এজন্য আমাদের সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হলে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুরাদ হাসান বলেন, বাঙালি সংস্কৃতিতে নারীকে কখনো খাটো করে দেখা হয়নি, বরং নারীকে সম্মান ও স্তুতি জানিয়ে রচিত হয়েছে সাহিত্য, নৃত্য, গীত ও নানাকলা। তিনি বলেন, নারী নির্যাতন আমাদের সংস্কৃতি বিরোধী। কোনো সংস্কৃতিবান মানুষ নারী নির্যাতন করতে বা একে সমর্থন করতে পারেনা। এজন্য জনগণের মাঝে সংস্কৃতিচর্চা আরো ছড়িয়ে দিতে হবে। মুরাদ হাসান বলেন, সংস্কৃতি ও ধর্মচর্চা উভয়েই মানুষের সুকুমারবৃত্তিকে জাগ্রত রাখে, যা নারী নির্যাতন রোধে একন্ত জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অসীম সাহা। পরিচালনা করেন ড. শাহদৎ হোসেন নিপু। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ড. মাসুদ পথিক, কবি আসলাম সানী, সংস্কৃতিকর্মী এফ এম শাহীন প্রমূখ।
×