ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী ব্রিজ এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

প্রকাশিত: ০৮:৪৮, ২৪ মে ২০১৯

 কর্ণফুলী ব্রিজ এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরী ও দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বৃহস্পতিবার এক জরুরী পত্রের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, দেশের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ হতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দেশের ব্যবসা, বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। কিন্তু বাংলাদেশের ‘ওয়াল স্ট্রিট’ খ্যাত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ এলাকায় যানজট দিন দিন তীব্র আকার ধারণ করছে। ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার পরও সত্যিকার অর্থে সুফল পাওয়া যাচ্ছে না। এ যানজটের অন্যতম কারণ এলাকার সন্নিকটে কোন ট্রাক টার্মিনাল না থাকা।
×