ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রয়োজন শিক্ষার মান বাড়ানো ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ মে ২০১৯

প্রয়োজন শিক্ষার মান বাড়ানো ॥  শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, যে শিক্ষা মানুষকে নৈতিক, মানবিক ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে না সে শিক্ষা ব্যর্থ। গত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে অনেক প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। এখন প্রয়োজন শিক্ষার মান বৃদ্ধি করা। মন্ত্রী গুণগতমান নিশ্চত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দৃঢ়তার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেকেন্ডারি এ্যাডুকেশন ডেভেলমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃৃতায় মন্ত্রী একথা বলেন। কর্মশালায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে এ কর্মশালায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মোঃ আলমগীর, প্রোগ্রামের অরডিনেটর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুল হক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিউদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সাইয়েদ ড. মোঃ গোলাম ফারুক প্রমুখ। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আমাদের শিক্ষার উদ্দেশ্যই হলো দেশ প্রেমিক, নৈতিক, মানবিক ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা। সে ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। কারণ তারা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করেন। মন্ত্রী বলেন, গত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে অনেক প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। বিশেষ করে ঝরে পড়ার হার কমেছে, এ্যানরোলম্যান্ট বেড়েছে, নকল বন্ধ হয়েছে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সোহরাব হোসাইন বলেন, আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হওয়া জরুরী। আমরা যারা সরকারী চাকরি করি আমরা মনে করি কাজ না করলেও আমরা বেতন পাব। এই মানসিকতা দূর করতে হবে। আগামী দিনে যারা এ দেশটিকে নেতৃত্ব দিবে তাদের গড়ার দায়িত্ব আমাদের। এখানে ফাঁকি দেয়ার কোন সুযোগ নাই। এখানে ফাঁকি দিলে পুরো জাতির অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ভবিষ্যত প্রজন্মের কাছে ছোট হয়ে যাব। মোঃ আলমগীর বলেন, আমাদের পুথিগত ও মুখস্থ বিদ্যা থেকে বেড়িয়ে আসতে হবে।
×