ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজডুবি

প্রকাশিত: ০৯:০৩, ২৪ মে ২০১৯

 কর্ণফুলীতে  পাথরবোঝাই  জাহাজডুবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আকস্মিক ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় নিমজ্জিত হয়েছে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ। ‘এমভি সী ক্রাউন’ নামের জাহাজটি বৃহস্পতিবার ভোরে কর্ণফুলীর দক্ষিণ পাড় এলাকায় ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর থেকে এক হাজার টন পাথর নিয়ে জাহাজটি খালাসের অপেক্ষায় ছিল কর্ণফুলীতে। জোয়ারের পানিতে ওপরে ওঠে জাহাজটি ভাটার টানেও আর নামতে পারেনি। তলা ফেটে পানি ঢুকে জাহাজটি দুর্ঘটনায় নিমজ্জিত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র জানায়, জাহাজটির মালিক আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সি। দুর্ঘটনাস্থলটি লাল পতাকা ও বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। এর ফলে কর্ণফুলীতে নৌযান চলাচলে তেমন বিঘ্ন ঘটবে না। তবে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা রয়েছে।
×