ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাথা গোঁজার ঠাঁই হচ্ছে ২৮৫ পরিবারের

প্রকাশিত: ০৯:০৪, ২৪ মে ২০১৯

 মাথা গোঁজার ঠাঁই হচ্ছে ২৮৫ পরিবারের

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৭০টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১৫টি দরিদ্র অসহায় পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। অসহায় ও দরিদ্র এই পরিবারগুলোর বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে ২৮৫ ঘর। স্থানীয়ভাবে প্রকৃত দরিদ্র-অসহায় মানুষদের যাচাই-বাছাই শেষ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রতিটি তালিকাভুক্ত পরিবার সরেজমিনে পরিদর্শন করে তাদের পক্ষে সুপারিশ করা হয়েছে। নির্বাচিতদের অনুমোদন হলেই নির্মাণকাজ শুরু হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘরগুলো নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় পিআইসি কমিটি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১৫টি ঘরের জন্য নির্মাণ ব্যয় বরাদ্দ রয়েছে ৩৮ লাখ ৭০ হাজার টাকা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৮ হাজার টাকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৭০টি ঘরের প্রতিটিতে ব্যয় বরাদ্দ হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। গোয়াইনঘাট উপজেলার ৯ ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে সরকারের গৃহনির্মাণের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হচ্ছে বলে সংশ্লিষ্টরা আনন্দিত। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মুহিবুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়ায় অসহায় ও দরিদ্র পরিবার নির্বাচন করে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকার অত্যন্ত আন্তরিক।
×