ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভৈরবে দুদল মাদক বিক্রেতার সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০৯:০৬, ২৪ মে ২০১৯

 ভৈরবে দুদল মাদক  বিক্রেতার সংঘর্ষ ॥  আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৩ মে ॥ বৃহস্পতিবার বিকেলে শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় দুদল মাদক বিক্রেতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের কথিত এক সোর্সসহ আহত হয় ৫ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতরা হলো সোর্স কাসেম (৩৯), মাদক বিক্রেতা রাবিয়া (৩০) রুবেল (২৫), সুমী (৪০) ও রুহি (৩৮)। এদের মধ্যে সোর্স কাসেমকে মুমূর্ষু অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ের শীর্ষ মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম সোর্স কাসেমের সহযোগিতায় এলাকার আরেক শীর্ষ মাদক সম্রাজ্ঞী সুমী বেগমকে মারধর করে তাকে রহিমার বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে সুমীর ভাই কথিত পুলিশের সোর্স শানু পুলিশে খবর দিলে পুলিশ সুমীকে উদ্ধার করে। পুলিশ এ সময় সোর্স কাসেমকে আটক করে থানা হাজতে রাখে। সুমীকে মারধরের ঘটনায় মাদক সম্রাজ্ঞী রহিমাসহ ৪/৫ জনকে আসামি করে সুমী একটি মামলা দেয়। দুপুরে থানা হাজত থেকে সোর্স কাসেমকে ছেড়ে দিলে বিকেলে কাসেম রহিমার বাড়িতে যায়। খবর পেয়ে সোর্স সানু ও সুমী দলবল নিয়ে কাসেমকে মারধর শুরু করে।
×