ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীর জীবন সঙ্কটাপন্ন

প্রকাশিত: ০৯:০৬, ২৪ মে ২০১৯

 শিক্ষার্থীর জীবন সঙ্কটাপন্ন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ মে ॥ ভুল চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নীর জীবন সঙ্কটাপন্ন হওয়ার ঘটনায় মানব-বন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সের চাকরিচ্যুত ও মুন্নীর যাবতীয় চিকিৎসা-ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষের বহনসহ ৪ দফা দাবিতে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, শেখ তারেক ও মাহফুজুর রহমানসহ অনেকে। বক্তারা আরও ঘোষণা দেয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠু বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যাবে, প্রয়োজনে তারা রাস্তায় নামবে।
×