ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৯:০৭, ২৪ মে ২০১৯

 শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন  শাহরিয়ার কবির

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার বগুড়া নার্সিং ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের গল্প শোন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঘাতক দালাল নির্র্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস, রণাঙ্গন, শহীদ মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হানাদার ও স্বাধীনতা বিরোধীদের বর্বর নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তির বিষয়ে সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে নারীদের বিপুল আত্মত্যাগ তুলে ধরার সঙ্গে তাদের ওপর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর স্বাধীনতাবিরোধীরা যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল তা তথ্যসমৃদ্ধতায় উল্লেখ করেন। ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক একটি কর্মসূচী। মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধাদের স্মরণে বগুড়া জেলা প্রশাসন ও বিশ্ব সাহিত্যকেন্দ্র যৌথভাবে শিক্ষার্থীদের এই গল্প শোনা অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া নার্সিং ইনস্টিটিউটে আয়োজিত এই আয়োজনে শিক্ষার্থী নার্সরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। আরও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার সমন্বয়ক এটিএম রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখন নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোস্তারী নুর।
×