ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ঈদের পরদিন থেকে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৯:০৭, ২৪ মে ২০১৯

 বগুড়ায় ঈদের  পরদিন থেকে  পরিবহন  ধর্মঘটের  ডাক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঈদ ফেরত যাত্রীরা মহা বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন। বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি ঘোষণা দিয়েছে তাদের দাবি না মানলে ঈদের পরদিন থেকে সকল ধরনের যানবাহন বন্ধ থাকবে। তাদের দাবি- জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর দায়ের করা মামলার জামিনের শুনানিতে আইনজীবীদের অংশগ্রহণ করতে দেয়া হোক। উল্লেখ্য, বগুড়া বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদন করা হলে তার পক্ষে কোন উকিল থাকেন না। কেউ জামিনের পক্ষে দাঁড়াতে চাইলে তাকে মারপিট করা হয়। এই অবস্থায় পরিবহন মালিক শ্রমিক জরুরী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, দাবি মানা না হলে ঈদের পরদিন থেকে বাস ট্রাক পিকআপ সিএনজি চালিত যানবাহন ও প্রাইভেট গাড়ির শ্রমিকরা গাড়ি চালাবে না। বৃহস্পতিবার সকালে যৌথ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আকন্দ, পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তাররুজ্জামান ডিউকসহ পরিবহনের নেতৃবৃন্দ প্রেস কনফারন্সে করে এই ঘোষণা দিয়েছে।
×