ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ২৯ মে থেকে ফিরতি ট্রেনের আগাম টিকেট

প্রকাশিত: ০৯:০৮, ২৪ মে ২০১৯

 রাজশাহীতে ২৯ মে  থেকে ফিরতি ট্রেনের আগাম টিকেট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঈদের পর কাজে ফেরা মানুষের জন্য রাজশাহীতে আগামী ২৯ মে থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে। আগাম এই টিকেট বিক্রি করা হবে ২ জুন পর্যন্ত। পশ্চিমাঞ্চল রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ঈদ পরবর্তী ৭ জুনের টিকেট ২৯ মে, ৮ জুনের টিকেট ৩০ মে, ৯ জুনের টিকেট ৩১ মে, ১০ জুনের টিকেট ১ জুন এবং ১১ জুনের টিকেট ২ জুন কাটতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে টিকেট কিনতে পারবেন যাত্রীরা। স্টেশনের কাউন্টারে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। . বগি বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলরুটে বিশেষ তিনটি ট্রেন চালু করছে কর্তৃপক্ষ। ট্রেনগুলো ঢাকা-ঈশ্বরদী, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। আর রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেসে একটি করে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে। এছাড়া একটি শোভন চেয়ার ও একটি এসি চেয়ারের অতিরিক্ত বগি নিয়ে ঈদ যাত্রায় চলাচল করবে বিরতিহীন বনলতা এক্সপ্রেস। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈশ্বরদী, লালমনিরহাট ও খুলনা রুটে বিশেষ ট্রেন ঈদের ৩ দিন আগ থেকে চালু করা হবে।
×