ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে র‌্যাব-চোরাচালানি সংঘর্ষ ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:১০, ২৪ মে ২০১৯

 সিলেটে র‌্যাব-চোরাচালানি  সংঘর্ষ ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুরে র‌্যাবের অভিযানে কয়েকজনকে আটকের জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে স্থানীয় এলাকাবাসী। চোরালানকারীদের সঙ্গে সংঘর্ষের পর র‌্যাব সাঁড়াশি অভিযান চালিয়ে নিরীহ এলাকাবাসীকেও আটক করে নিয়ে যায়। তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করা হয় বলে এলাকাবাসী জানান। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, চোরচালনাকারীদের ধরতে বুধবার মধ্যরাতে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় চোরাচালানকারীরা র‌্যাবের ওপর হামলা চালায়। এতে বাহিনীটির ৩ সদস্য আহত হন। হামলার পর এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে র‌্যাব। আটককৃতদের মধ্যে ফতেহপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও রয়েছেন বলে জানা গেছে। র‌্যাব জানায়, সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় গরু নিয়ে আসার সঙ্গে জড়িতদের ধরতে বুধবার রাতে বালিপাড়া ও তীলপাড়া এলাকা অভিযান চালাতে গেলে গরু পাচারকারী চক্রের সদস্যদের বাধার মুখে পড়ে র‌্যাব। তারা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এদিকে ২২ জনকে আটকের খবরে বৃহস্পতিবার সকাল থেকে তীলপাড়া গ্রামের লোকজন সিলেট-তামাবিল সড়কের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তীলপাড়া গ্রামবাসীর অভিযোগ, র‌্যাবের সঙ্গে বালিপাড়া গ্রামের লোকজনের সংঘর্ষ হলেও তারা ধরে নিয়ে গেছে তীলপাড়ার বাসিন্দাদের। তাই তাদের ছেড়ে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
×