ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রসঙ্গ ঢাকায় আসছেন রোনাল্ডো, ইতালি-পর্তুগাল প্রীতি ম্যাচ

কিছুই জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন

প্রকাশিত: ০৯:১৬, ২৪ মে ২০১৯

 কিছুই জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ লক্ষ্যে বড় আকারের ক্রীড়া উৎসব পালনের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই সূত্র ধরে সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে খবর বেরিয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় পর্তুগাল ও ইতালির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দেখা যাবে বিশ্বসেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালল্ডোকে পর্তুগালের জার্সিতে। বলা যায় বেশ গরম খবর। তবে বাস্তবতা হচ্ছে ঢাকায় ইতালি-পর্তুগাল ম্যাচ আয়োজনের বিষয়ে কিছুই জানে না দেশের ফুটবলের অবিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবল ফেডারেশন এ উপলক্ষে যে কর্মসূচী ঠিক করেছে তার মধ্যে মূল আয়োজন হচ্ছে বঙ্গবন্ধুর নামে সাফ চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু অনুর্ধ-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এসব টুর্নামেন্ট আয়োজনে বাফুফে প্রায় ৬৮ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার তথা ক্রীড়া প্রশাসনকে। এর বাইরে ইউরোপের দুটি দেশ নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজক কমিটির সভায় বাফুফে নিজেদের পরিকল্পনার কথা জানায়। এ সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আলোচনার এক পর্যায়ে তিনি জানান, ইউরোপ থেকে ভালমানের দুটি দল এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টার কথা। কিন্তু এ নিয়ে কার্যত এখনও কোন চিঠি চালাচালি শুরু করেনি বাফুফে। তবে চেষ্টা করা হবে বলে জানান তিনি। এই মুহূর্তে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যে কোন দুটি দেশকে ঢাকায় আনার চেষ্টা করবে বাফুফে। আর জাতীয় দল না পেলে জনপ্রিয়, শক্তিশালী দুটি ক্লাব এনেও প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টা থাকবে বাফুফের। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, উল্লেখিত দেশগুলোর যে কোন দুটিকে আনার জন্য প্রাথমিক কাজ হাতে নেয়া হয়েছে। এখন যোগাযোগের পর জানা যাবে আমাদের পক্ষে এই প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব কি-না। অর্থাৎ ভবিষ্যতের ওপর নির্ভর করছে এখনও সবকিছু। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোন দেশের সঙ্গেই আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। বিষয়টা নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তবে তিনি প্রীতি ম্যাচ আয়োজনে আগ্রহের কথা জানান। সেটি জাতীয় দল হতে পারে, আবার ইউরোপের বড় দুই ক্লাব। সালাউদ্দিন বলেন, এই মুহূর্তে বিশ্বের যে কোন নামী দামী জাতীয় দল পাওয়া খুবই কঠিন। কারণ সামনে বিশ্বকাপ বাছাইপর্ব। আছে কোপা আমেরিকা টুর্নামেন্ট। তারপরও চেষ্টা করতে তো দোষ নেই। এ নিয়ে আমরা কাজ শুরু করব অচিরেই জানান বাফুফে বস।
×