ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোঁলা গ্যাঁরোয় ফিরছেন ফেদেরার

প্রকাশিত: ০৯:১৯, ২৪ মে ২০১৯

 রোঁলা গ্যাঁরোয় ফিরছেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ফ্রেঞ্চ ওপেনে ফিরছেন রজার ফেদেরার। গত চার বছরের মধ্যে এবারই প্রথম রোঁলা গ্যাঁরোর এই টুর্নামেন্টে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ক্লে-কোর্টে পারবেন কী নিজেকে মেলে ধরতে? সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি অবশ্য দারুণ আশাবাদী। এ প্রসঙ্গে ফেড এক্সপ্রেস বলেন, ‘নিজের পারফর্মেন্স নিয়ে আমার অনুভূতি খুব ভাল। ক্লে-কোর্ট প্রসঙ্গেও একই অনুভূতি আমার।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন রজার ফেদেরার। সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হয়েছেন উইম্বলডনে। রেকর্ড ছয়বার উঁচিয়ে ধরেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি। পাঁচবার জিতেছেন ইউএস ওপেন। আর ফ্রেঞ্চ ওপেনে তার শিরোপার সংখ্যা মাত্র ১! ক্লে-কোর্টে যে রজার ফেদেরার খুব একটা পারদর্শী নন এই সংখ্যাটাই যেন তার সুস্পষ্ট প্রমাণ। গত চার বছর ধরে এই টুর্নামেন্টে অংশগ্রহণই করেননি তিনি। ২০১৬ সালে পিঠের ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ান রজার ফেদেরার। এরপর গত দুই মৌসুমে খেলেননি নিজের শরীরকে ফিট রাখার জন্য। হ্যাঁ, কোন রকমের ইনজুরিতে না পড়ার কারণে এবং ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যেই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ফেড এক্সপ্রেস। তবে রবিবার থেকে শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্টে ফিরতে দারুণ আত্মবিশ্বাসী ফেদেরার। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতে যিনি ২০ গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন। পেশাদার টেনিসে ফেদেরারের পা পড়ে ১৯৯৮ সালে। প্রথম গ্র্যান্ডস্লাম জিততেই পাঁচ বছর লেগে যায় তার। কিন্তু তারপর থেকে যা শুরু করেছেন সেটা তার অঙ্গনেই অনেকে কল্পনাও করেন না। ছেলেদের টেনিসে কেউ ২০টি গ্র্যান্ডস্লাম জিতবে তা কে ভেবেছিল? কিন্তু কিংবদন্তিরা তো এমনই হন। সাধারণের কল্পনাকে ছুঁয়ে দেখেন। গত বছর মেলবোর্নে ঠিক সেই কাজটাই করেন ফেদেরার। ২০০২ সালে ইউএস ওপেন জিতে ইতিহাস গড়েছিলেন পিট সাম্প্রাস। সেটা ছিল ‘পিস্তল পিটু’র ক্যারিয়ারে ১৪তম গ্র্যান্ডস্লাম শিরোপা। তখন অনেকেই ভেবেছিলেন, ছেলেদের টেনিসে সাম্প্রাসই শেষ কথা। ১৪টি গ্র্যান্ডস্লাম জেতা তো আর মুখের কথা নয়। কিন্তু প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের (২০০৩) পর মাত্র ফেদেরার সাম্প্রাসের সেই রেকর্ড ভেঙ্গেছিলেন মাত্র ছয় বছরের ব্যবধানে। ২০০৯ উইম্বলডনে এ্যান্ডি রডিকের বিপক্ষে মহাকাব্যিক সেই পাঁচ সেটের ফাইনাল জিতে ১৫তম গ্র্যান্ডস্লমের মুখ দেখেছিলেন ফেদেরার। গত মৌসুমে সেই সংখ্যাটাকে কুড়িতে নিয়ে যান সুইস তারকা। টেনিস ইতিহাসে ন্যূনতম ২০টি গ্র্যান্ডস্লাম জিততে পেরেছেন মাত্র চারজন। এর মধ্যে তিনজনই নারী। তারা হলেন- মার্গারেট কোর্ট, স্টেফিগ্রাফ এবং সেরেনা উইলিয়ামস। পুরুষে একমাত্র এই কীর্তি গড়তে সক্ষম হয়েছেন রজার ফেদেরার। আগামী আগস্টে পা রাখবেন আটত্রিশে। এই বয়সেও রোঁলা গ্যাঁরোয় ফিরছেন ৩৭ বছর বয়সী ফেদেরার। তাহলে কোথায় গিয়ে থামবেন তিনি? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। ফেদেরারের সামনে এবারও বড় বাধা হয়ে দাঁড়াবেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। তার সামনে এবার রেকর্ড ১২তম রোঁলা গ্যাঁরোর শিরোপা জয়ের হাতছানি। টেনিস কোর্টেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামার আগে সদ্য সমাপ্ত ইতালিয়ান ওপেনেও নিজের দাপট দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। ফাইনালে খেলেছেন সময়ের আরেক সেরা তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে। কিন্তু রোম মাস্টার্সে নাদালের কাছে কোন পাত্তাই পাননি জোকোভিচ। সাবেক নাম্বার ওয়ান তারকা নাদাল ৬-০, ৪-৬ এবং ৬-১ গেমে সার্বিয়ান তারকাকে পরাজিত করে রোম মাস্টার্সের শিরোপা উঁচিয়ে ধরেন। ফ্রেঞ্চ ওপেনেও এই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখবেন নাদাল।
×