ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসিদের সাফল্য নির্ভর করছে স্পিনে ॥ পন্টিং

প্রকাশিত: ০৯:১৯, ২৪ মে ২০১৯

 অসিদের সাফল্য নির্ভর করছে স্পিনে ॥ পন্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। আজ থেকে আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচও খেলতে শুরু করবে অংশগ্রহণকারী ১০ দল। সার্বিক পরিস্থিতি অনুসারে এটা প্রায় নিশ্চিতই যে এবার বিশ্বকাপে ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক উইকেট থাকবে। বরাবরের মতো ইংলিশ কন্ডিশনে পেসারদের সুযোগ এবার সেভাবে থাকছে না। আর সে জন্যই অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন দলের স্পিন শক্তির কার্যকারিতাই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করবে। এছাড়া প্রতিপক্ষের স্পিন বোলিং মোকাবেলা করার সামর্থ্যও দরকার বলে মনে করেন তিনি। কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়ার পর অস্ট্রেলিয়া দলে দীর্ঘ সময়ের জন্য আর কোন স্পিনার থিতু হতে পারেননি। তবে পেস বোলিং বিভাগ আগের মতোই কার্যকর অবস্থানে থাকায় সেসব নিয়ে বেশি ভাবতেও হয়নি অসিদের। বিভিন্ন সময়ে বেশ কয়েকজন স্পিনার খেলেছেন তাদের হয়ে। গত বিশ্বকাপে মিচেল স্টার্কের গতিময় বোলিংয়ে বেশ সফল হয়েছে দল, হয়েছে চ্যাম্পিয়ন। শুধু এক ম্যাচ খেলেছিলেন বিশেষজ্ঞ স্পিনার জাভিয়ের দোহার্টি। কিন্তু এবার এডাম জাম্পা ও নাথান লিয়ন আছেন স্পিন আক্রমণে, তাদের সঙ্গে খ কালীন স্পিনার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলও থাকছেন। এ তিন স্পিনারকেই ট্রাম্প কার্ড হিসেবে দেখছেন ৫ বিশ্বকাপ খেলা পন্টিং। সহকারী কোচ হিসেবে এবার ইংল্যান্ডে বিশ্বকাপ দলের সঙ্গে আছেন তিনি। সবকিছু পর্যবেক্ষণ করে স্পিনার ব্যবহার করা ও স্পিন মোকাবিলায় অস্ট্রেলিয়াকে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বকাপের রেকর্ড সংখ্যক ম্যাচ খেলা পন্টিং। তিনি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য নির্ধারণ করবে প্রথমত তারা কতটা ভাল স্পিন করতে পারে; দ্বিতীয়ত তারা এটা কতটা ভাল খেলতে পারে তার ওপর।’ গত বছরে অস্ট্রেলিয়া দল তেমন ভাল অবস্থায় ছিল না। বল টেম্পারিংয়ে দোষী হয়ে দুই অপরিহার্য খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার খেলতে পারেননি। এই সময়ে স্পিন আক্রমণটাও ভাল ছিল না দলের। শুধু লিয়ন কিছুটা থিতু হতে পেরেছেন। আর দলের ব্যাটসম্যানরাও প্রতিপক্ষের স্পিন সামলাতে বেশ হিমশিম খেয়েছেন। এ বিষয়ে পন্টিং বলেন, ‘গত ১২ থেকে ১৮ মাস পর্যন্ত এটাই ছিল তাদের দুর্বলতা। এখন জাম্পা (এডাম) ভাল বল করছে, দলে আছে নাথান লিয়নও এবং যখনই সুযোগ পাচ্ছে বল হাতে দারুণ করছে গ্লেন ম্যাক্সওয়েল। আমি মনে করি গত দেড় বছরের চেয়েও আমাদের মিডলঅর্ডার এখন বেশ ভাল, যারা স্পিন খেলতে পারে এখন। ওয়ার্নার ও স্টিভ স্মিথ ফিরেছে, স্পিন বোলিংয়ের বিরুদ্ধে এখন মিডলঅর্ডার সম্ভবত আগের চেয়ে অনেক শক্তিশালী।’
×