ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জাপান-অস্ট্রেলিয়া একই গ্রুপে

প্রকাশিত: ০৯:২০, ২৪ মে ২০১৯

 বাংলাদেশ জাপান-অস্ট্রেলিয়া  একই গ্রুপে

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা অনুর্ধ-১৭ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম। বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের ড্র। এই চ্যাম্পিয়নশিপই ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপের এশিয়ার বাছাইপর্ব। আগামী বছর ২১ সেপ্টেম্বর-৪ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের এই বিশ্বকাপ। ভারত বাছাইয়ের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও এখন স্বাগতিক হিসেবে খেলবে বিশ্বকাপে। ১৫-২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব থেকে ২টি দল খেলবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। বাংলাদেশ এশিয়ার সেরা আট থেকে সেরা দুইয়ে জায়গা করে নেয়ার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ অনুর্ধ-১৬ নারী জাতীয় ফুটবল দল থাইল্যান্ডে খেলতে গিয়েছিল। অংশ নিয়েছিল এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে। এই আসরটি ছিল সপ্তম আসর, আর তাতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলার বাঘিনীরা। এশিয়ার সেরা আট দলের সেই লড়াইয়ে মারিয়া-মনিকারা ছিল ‘বি’ গ্রুপে। আরও অংশ নিয়েছিল চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, লাওস, জাপান, অস্ট্রেলিয়া এবং উত্তর কোরিয়া। এই আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে যথাক্রমে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান ২০১৮ সালের নবেম্বরে উরুগুয়েতে অনুষ্ঠেয় ফিফা অনুর্ধ-১৭ নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পায়। সেবার গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই হেরে যাওয়াতে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ খেলার ভাগ্যের শিকে ছেঁড়েনি। তিন ম্যাচে তারা হজম করেছিল ১৫ গোল। তারপরও বাংলাদেশ দলের খেলা কুড়িয়েছিল প্রশংসা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানকে তিন গোলের বেশি দিতে দেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। তৃতীয় এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে দুর্ভাগ্যজনকভাবে ৩-২ গোলে হেরেছিল তারা। দুই বছর আগে না পারলেও এবার বিশ্বকাপে খেলার অধরা স্বপ্নটা পূরণ করতে চায় বাংলাদেশ দল। এবারও তাদের নিয়ে সেই সুনীল স্বপ্ন দেখছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন আশাবাদী মেয়েদের বিশ্বকাপ খেলার সামর্থ্য আছে। ফলে তিনি তাদের আরও ভাল প্রশিক্ষণ দিয়ে পাঠাতে চান থাইভূমিতে। এবার দলকে আরও ভালমতো শানিত করার জন্য এশিয়ার কোন দেশে নয় বরং তাদের ইউরোপে পাঠিয়ে ট্রেনিং করানোর কথা জোরেশোরেই ভাবছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
×