ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিসকোভা দুইয়ে, সেরেনা দশে উঠে এলেন

প্রকাশিত: ০৯:২০, ২৪ মে ২০১৯

  পিসকোভা দুইয়ে,  সেরেনা দশে  উঠে এলেন

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম আসর ফ্রেঞ্চ ওপেন শুরু হবে রবিবার। এর আগে সর্বশেষ ইতালিয়ান ওপেন খেলেছেন টেনিস তারকারা। অনেকের প্রস্তুতি যেমন ভাল হয়েছে, তেমনি কেউ কেউ বাজে ফর্ম ও ইনজুরির কারণে আছেন ভাল করা নিয়ে সংশয়ে। সে জন্য ক্লে-কোর্টের সবচেয়ে বড় এই আসরটির আগে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে হয়েছে বেশ কিছু অদল-বদল। যদিও অন্যদের ব্যর্থতায় শীর্ষস্থান ধরে রেখেছেন জাপানের তারকা নাওমি ওসাকা, কিন্তু ইতালিয়ান ওপেন জিতে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ৫ ধাপ লাফিয়ে উঠেছেন ২ নম্বরে। ফলে একধাপ পিছিয়ে তিনে গেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। আর ৩৭ বছর বয়সী মার্কিন কিংবদন্তি কৃষ্ণকন্যা সেরেনা উইলিয়ামস ফিরে এসেছেন সেরা দশে। এ মাসের শুরুতে সুযোগটা সিমোনা এবং চেক প্রজাতন্ত্রের তারকা পেত্রা কেভিতোভা এ দু’জনেরই ছিল। বিশ্বসেরা ওসাকাকে হটিয়ে এক নম্বর অবস্থান ফিরে পেতে হলে শিরোপা জিততে হবে সেটাই ছিল শর্ত। কিন্তু ওসাকা দ্রুতই হেরে বিদায় নিলে কেভিতোভাও সুযোগটা কাজে লাগাতে না পেরে আগেই বিদায় নেন। সিমোনা অবশ্য ফাইনালে উঠেছিলেন। তবে তিনিও শেষ পর্যন্ত কিকি বার্টেন্সের কাছে হেরে মোক্ষম সুযোগটা মিস করেন। এরপর ইতালিয়ান ওপেনে এরা কেউ ভাল করতে পারেননি। মাঝখান থেকে লাভ হয়েছে সাবেক বিশ্বসেরা পিসকোভার। তিনি ৫ ধাপ লাফিয়ে ৫৬৮৫ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে। সামান্য এগিয়ে শীর্ষে ওসাকা (৬৪৮৬)। তিনে নেমে গেছেন সিমোনা (৫৫৩৩)। ডাচ তরুণী বার্টেন্স আগের অবস্থানই ধরে রেখেছেন। তিনি ৫৪০৫ পয়েন্ট নিয়ে চারে।
×