ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেফতার ৭৪

প্রকাশিত: ০৯:২৫, ২৪ মে ২০১৯

 মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেফতার ৭৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৫০টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫৬৫ পিস ইয়াবা, এক কেজি ৭০১ গ্রাম হেরোইন, ৯৫ কেজি ২৭০ গ্রাম গাঁজা, পাঁচ লিটার মদসহ ১৪৯ বোতল ফেনসিডিল ও ৫০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে ৫৪টি মামলা হয়েছে। ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ আবু সাঈদ (২৫), সোহেল (১৯), সুমন শেখ (২৮), জাকির হোসেন (৩৮), শামীম (১৯) ও মোঃ সুমন (২৩)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক জানান, বুধবার গভীররাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ওই ছয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাকু, ১০টি ব্লেড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
×